Site icon Jamuna Television

আড়াই কোটির গাড়ি; ৪০ কোটির বাড়ি, মোট সম্পত্তি কত আলিয়ার?

সম্পদের দিক দিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিক থেকে খুব একটা পিছিয়ে নেই অভিনেত্রী আলিয়া ভাট। এই সল্প সময়ের মধ্যে অর্জন করেছেন বহুত কিছু।

তাই অনেকের মনে কৌতুহল রয়ছে তার সম্পদের পরিমাণ নিয়ে। জানা গেছে, আলিয়া যে গাড়িতে চড়েন তার দাম ২ কোটি রুপি। এছাড়া তার একটি বাড়ি রয়েছে যার দাম ৪০ কোটি।

এসব জেনে মনে হতেই পারে, আসলে কত সম্পত্তি রয়েছে আলিয়ার। বলিউড সূত্রের খবর আলিয়ার রয়েছে প্রায় ৫৬০ কোটি রুপির সম্পত্তি।

পরিচালক মহেষ ভাটের মেয়ে আলিয়া ভাট ২০১২ সালে কারান জোহরের স্টুডেন্ট অব দ্যা ইয়ারের মাধ্যমে বলিউডে পা রাখেন। এক ছবিতেই রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। এরপরও বেশ কিছু হিট ছবি দিয়েছেন, ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আলিয়ার ব্যবসা সফল ছবির তালিকায় রয়েছে হাইওয়ে, গাঙ্গুবাই, রাজি।

সূত্র:আনন্দবাজার।

এটিএম/

Exit mobile version