Site icon Jamuna Television

সুরাইয়াকে খুঁজছে পরিবার

সুরাইয়া আফরিন সামিয়া নামে ১৫ বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় জুরাইন রেলগেইট এলাকা থেকে হারিয়ে গেছে সে।

স্থানীয়ভাবে সংগৃহীত ভিডিও ফুটেজে শেষবার তাকে জুরাইন রেলগেইট এলাকায় দেখা গেছে। তার পরনে ছিল সাদা-কালো স্ট্রাইপ শার্ট, কালো পাজামা, কালো ওড়না। পরিবার জানিয়েছে, মেয়েটি তার বয়সী বাকি বাচ্চাদের মতো নয়। কাউকে ঠিকানা বলবে এই অবস্থা তার নেই। মেয়েটির গায়ের রং ফরসা। চুল ছোট। বয়স ১৫ হলেও আদতে সে একটি শিশু। এ বিষয়ে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নাম্বার- ৫৪৫।

মেয়েটির বাবার নাম আলী আকবর এবং মায়ের নাম জোস্না বেগম। বাসার ঠিকানা, হাজী কালা মিয়া সরদার রোড, পূর্ব জুরাইন।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করে গেল। যোগাযোগ: ০১৬০৮৮৫৭৩৫৪, ০১৫১৫২৪২৪৯৫।

Exit mobile version