Site icon Jamuna Television

বলিউডের জন্য গান করলেন তবীব ও ‘গলিবয়’ রানা

তবীব-রানা জুটি। ছবি: সংগৃহীত

একটার পর একটা সফলতা যেন ডানা মেলে আসছে তবীব-রানার জীবনে। সবশেষ আনন্দের খবরটা নিজেই জানিয়েছেন তবীব মাহমুদ। তিনি বলেন, বলিউডের জন্য গান করেছেন তারা। গানটি নতুন ধাঁচে এরই মধ্যে প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।

ভারতের জনপ্রিয় ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কালা’ নামের সিরিজ। সেখানে তবীব ও রানার গাওয়া ‘চাপ নাই’ শিরোনামের গানটি শোনা যাবে। দু’বছর আগে প্রকাশিত এই গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করে ‘কালা’ সিরিজের টিম।

তবীব মাহমুদ এ প্রসঙ্গে যমুনা নিউজকে বলেন, ছয়মাস আগে সিরিজের প্রোডাকশন টিম তার সাথে যোগাযোগ করে। স্ক্রিপ্ট শোনার পর কিছু জায়গায় মিউজিক পরিবর্তন করে গানটি তাদের দেয়া হয়। বড় প্ল্যাটফর্মে নিজের গান প্রকাশ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এই র‍্যাপার। জানা যায়, গানটির জন্য প্রথমে পারিশ্রমিক নিতে রাজি হচ্ছিলেন না তবীব। পরবর্তীতে, জোর করে ৫০ হাজার রুপি তাকে সম্মানী দেয়া হয় বলে জানান তিনি।

সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলারধর্মী ‘কালা’ সিরিজ নির্মাণ করেছেন বিজয় নাম্বিয়ার। অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, রোহান বিনোদ মেহরা, নিভীতা পিথুরাজসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালে পথশিশু রানাকে নিয়ে ‘আমি রানা গলিবয়, ঢাকাইয়া গলিবয়’ গানটি নির্মাণ করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবীব মাহমুদ। সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম নিয়ে র‍্যাপ ঘরানার গান করে জনপ্রিয় হয়ে ওঠেন দুজনে। ২০২১ সালে তাদের করা ‘চাপ নাই’ গানটি প্রকাশিত হয়।

/এএম

Exit mobile version