Site icon Jamuna Television

সোসিয়েদাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

লা লিগায় ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো আনচেলত্তির দল।

ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় সোসিয়েদাদ। আন্ডার ব্যারেনেটক্সিয়া সফরকারীদের লিড এনে দেন। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের
প্রথম মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের ৬০তম মিনিটে আবারও গোল রিয়ালের। এবার গোল করেন হোসেলু। গোল দু’টিতেই সহায়তা করেন ফ্রান গার্সিয়া।

শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

/এনকে/এটিএম

Exit mobile version