Site icon Jamuna Television

এভারটনের বিপক্ষে আর্সেনালের কষ্টার্জিত জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। গুডিসন পার্কে জয়সূচক একমাত্র গোলটি করেন লিয়েন্দ্রো ট্রসার্ড। এই জয়ে ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে আর্সেনাল। আর সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে এভারটন।

লিগ টেবিলে তলানিতে থাকা এভারটনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্ট হলেও গানারদের হয়ে ৬৯ মিনিটে গোলটি করেন ট্রসার্ড। তবে ম্যাচে আরও গোল করতে মরিয়া ছিল আর্সেনাল। এভারটন গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি গতবারের রানার্স আপ দলটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর্তেতার দলকে।

/এনকে/এটিএম

Exit mobile version