Site icon Jamuna Television

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হচ্ছে বিআরটিসির বাস চলাচল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে বিআরটিসির বাস চলাচল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।চার জোড়া বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি। রাজধানীর খামারবাড়ি থেকে উত্তরার জসিম উদ্দিন পর্যন্ত চলবে বাসগুলো। ৩৫ টাকায় ভাড়া দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিতে পারবেন যাত্রীরা। তবে মাঝপথে যাত্রীদের ওঠা-নামা করার সুযোগ নেই।

প্রাথমিকভাবে বিআরটিসির আটটি দ্বিতল বাস দিয়ে এই সার্ভিস শুরু হলেও যাত্রীদের চাহিদা ও সার্বিক পরিস্থিতি দেখে পরে বাড়ানো হবে এর সংখ্যা।

এটিএম/

Exit mobile version