Site icon Jamuna Television

সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ বৃদ্ধির দাবি

আসছে ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচল করা প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিক্সার মেয়াদ হবে ১৫ বছর। ফলে ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় গাড়িগুলো চলতে পারবে না। আর এই দুই মাসের মধ্যে চলাচলের জন্য মালিকদের সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তাই সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ ছয় মাস বৃদ্ধির দাবিসহ সরকারের প্রতি ১০ দফা দাবি জানিয়েছে ঢাকা-চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

১৫ অক্টোবরের মধ্যে এই অনুমোদন না দিলে ১৮ ও ১৯ তারিখ ৪৮ ঘন্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। এ নিয়ে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক লিখিত সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতারা। নেতারা বলেন, ভারত থেকে ২০০৩ সালে সিএনজি অটোরিক্সাগুলো আমদানি করা হয়েছে। সেদেশেই  সিএনজিগুলোর ১৫ বছর স্বাভাবিক আয়ুষ্কাল দেয়া হয়। অথচ আমাদের দেশে ১৫ বছর চলার আগেই দুবার করে সরকারের অনুমোদন নিতে হয়েছে নানা হয়রানি সহ্য করে।  বক্তারা বলেন, গাড়িগুলোর গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য পার্টস পরিবর্তন করে চালানো যাবে। এতে দেশের প্রায় ১৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। আর গাড়িগুলো চলাচলের উপযোগী আছে দাবি করে বক্তারা অনুমোদনের আবেদনটি গ্রহণসহ ১০ দফা দাবি জানান সরকারের প্রতি।

Exit mobile version