Site icon Jamuna Television

একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা কর্মসূচী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পুরানা পল্টনে এ আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়।

এ সময় মঞ্চের নেতারা বলেন, দেশের মানুষ আন্দোলনে সোচ্চার হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়েছে এ সরকারের পদত্যাগের দাবীতে রাস্তায় নেমেছে। দাবি পূরণে যা করা দরকার সব কিছুই করার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে সমাবেশ ও পদযাত্রা, একইভাবে ২৩ সেপ্টেম্বর কারওয়ান বাজার, ২৫ সেপ্টেম্বর খিলগাঁও এবং ২৭ সেপ্টেম্বর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।

এটিএম/

Exit mobile version