Site icon Jamuna Television

নির্বাচন কমিশনের নির্দেশনা মতো দায়িত্ব পালন করবে পুলিশ: আইজিপি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

নির্বাচনকালে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে নির্দেশনা দেবে, পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে জঙ্গিবাদ উত্থানের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করলে আমরা তাদের প্রতিহত করতে পারবো। জঙ্গিদের চেয়ে সবসময় একধাপ এগিয়ে আছে পুলিশ। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সবসময়ই কাজ করছে এবং তথ্য দিচ্ছে। জঙ্গির উত্থান ঘটবে, এমন আশঙ্কাজনক কোনো তথ্য আমাদের কাছে নেই।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রমুখ।

/এনকে

Exit mobile version