Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে রমিশা নামে এক গৃহবধু ও পীরগঞ্জে জায়েদ হাসান দিপু নামে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হরিপুর বকুয়া ধামডাঙ্গী ও পীরগঞ্জ সদর এলাকায় এঘটনা ঘটে।

হরিপুর বকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা জানান,মঙ্গলবার ভোর রাতে ধামডাঙ্গী গ্রামের শফিউদ্দীনের স্ত্রী রমিশা বেগম নিজ বাসায় গরুকে খাবার দেওয়ার উদ্দেশ্যে গোয়াল ঘরে ঢুকে । এসময় গোয়াল ঘরে থাকা একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। সাপের কামড়ে রমিশা চিৎকার চেচামেচি করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ছয় নং পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুল আলম জানান, উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের নার্সারীর ছাত্র জায়েদ হাসান দিপুকে (৭) নিজ বাড়ির শয়ন কক্ষে বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন রাতে স্থানীয় ওঝাকে দিয়ে দিপুকে ঝাঁড় ফুক করার পরেও সে সুস্থ না হলে রাতেই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান সাপের কামড়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Exit mobile version