Site icon Jamuna Television

মালয়েশিয়ার একটি নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করছে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ)। ছবি: সংগৃহীত।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ে জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের নদী থেকে প্রবাসী বাংলাদেশি এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ। নিহত শিক্ষার্থীর নাম ইরফান সাদিক (২১)। প্রাথমিকভাবে নদীতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সারাওয়াক ফায়ার অপারেশনস সেন্টার সূত্রে জানা গেছে, সোমবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাদুঙ্গান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং পিপিডিএ বাটু লিন্টাংয়ের বেশ কয়েকজন কর্মী। বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিক্ষার্থী ইরফান সাদিক সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরবর্তী পদক্ষেপের জন্য সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায়, এখনও তা জানা যায়নি।

/এমএইচ

Exit mobile version