Site icon Jamuna Television

জাতিসংঘের সাইডলাইনে ব্লিনকেন-হ্যান ঝেং সাক্ষাৎ

দায়িত্বশীলতার সাথে বজায় থাকুক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, এটাই প্রত্যাশা বিশ্বের। আর সে লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ওয়াশিংটন। সোমবার (১৮ সেপ্টেম্বর) চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সাথে সাক্ষাতের সময় এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর রয়টার্সের।

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে সাক্ষাৎ হয় দু’জনের। পারস্পরিক সহযোগিতা, এমনকি বিবাদ ইস্যুতেও মুখোমুখি আলোচনার ওপর গুরুত্ব দেন ব্লিনকেন। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বৈঠকের ধারাবাহিকতায় হয় ব্লিনকেন-হ্যান ঝেং আলোচনা। এর মধ্য দিয়ে জোরদার হলো প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভাবনা।

আগামী নভেম্বরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সম্মেলনে দেখা হওয়ার কথা দুই নেতার। সাইডলাইনে বৈঠক আয়োজনের চেষ্টা করছে ওয়াশিংটন। চলতি মাসে জি টোয়েন্টি সম্মেলনে অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছিলেন ব্লিনকেন।

এটিএম/

Exit mobile version