Site icon Jamuna Television

কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার ভারতের, ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে আল্টিমেটাম

শিখ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় দিল্লি জড়িত থাকতে পারে এমনটা জানিয়ে একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে অটোয়া। প্রতিবাদে কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টা কানাডার একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে আগামী পাঁচদিনের মধ্যে ভারত ছাড়ার আল্টিমেটাম দিয়েছে ভারত সরকার। খবর আল জাজিরার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউজ অব কমন্সে ট্রুডো বলেছেন, শিখ নেতা নিজ্জার হত্যার পেছনে ভারতীয় সরকারের হাত থাকতে পারে। কানাডীয় গোয়েন্দা সংস্থা তার মৃত্যু এবং ভারতীয় সরকারের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র খুঁজে পেয়েছে।

এ বিষয়ে জাস্টিন ট্রুডো আরও বলেন, কানাডার ভূখণ্ডে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকা আমাদের সার্বভৌমত্বের জন্য লঙ্ঘন। যা অগ্রহণযোগ্য এবং মৌলিক নিয়মের পরিপন্থি।

এরপরই কানাডায় নিযুক্ত ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের ‘র’-এর প্রধানকে বহিষ্কারের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

এটিএম/

Exit mobile version