Site icon Jamuna Television

পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের, ২ বেসামরিকসহ নিহত ৪

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত লভিভের গুদাম। ছবি: এপি

পাল্টাপাল্টি হামলায় তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনের রণক্ষেত্রে। গত ২৪ ঘণ্টায় খেরসন, লভিভসহ বেশকিছু এলাকায় জোরালো হামলা চালায় পুতিন বাহিনী। খবর এপির।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) খেরসনে রাশিয়ার হামলায় ২ বেসামরিকসহ দেশজুড়ে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া, লভিভে রাতভর অন্তত ১৮টি ড্রোন নিক্ষেপ করে রুশ সেনারা। স্থানীয় প্রশাসন জানায়, একের পর এক ড্রোন ছোঁড়া হয় শহরটিকে লক্ষ্য করে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক স্থাপনা। আগুন ধরে যায় বিস্তীর্ণ এলাকায়। এছাড়া ইজমাইল বন্দরকে টার্গেট করেও চালানো হয় মিসাইল হামলা।

তবে সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের। দেশটির বিমান বাহিনী জানায়, সোমবার রাতে ইউক্রেন জুড়ে ৩০টি ‘শাহেদ ড্রোন’ ছোঁড়া হয়েছিলো, যার মধ্যে ২৭টি হামলাচেষ্টা নস্যাত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা প্রতিহতের পাশাপাশি পাল্টা হামলারও দাবি করেছে ইউক্রেন। এদিন দোনেৎস্কে রুশ সেনাদের তিনটি ঘাঁটি গুড়িয়ে দেয়ার কথা জানিয়েছে জেলেনস্কি বাহিনী।

/এএম

Exit mobile version