Site icon Jamuna Television

পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল

কক্সবাজার করেসপন্ডেন্ট:

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে।

সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে- সার্কাস প্রদর্শনী, বীচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্ট, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

জমকালো এই আয়োজনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সব আয়োজন সম্পন্ন হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, কক্সবাজার এয়ারপোর্ট থেকে কলাতলী মোড় পর্যন্ত সব প্রবেশমুখে তোরণ নির্মাণ করে পর্যটকদের অভ্যর্থনা জানানো হবে। হোটেল-মোটেল, রেঁস্তোরা, সব রাইডে স্পেশাল ডিসকাউন্ট, লাইটিং এবং ইভেন্টের মাধ্যমে পর্যটকদের মাতিয়ে রাখা হবে। নির্ধারিত সময়ের আগেই আমরা সব প্রস্তুতি শেষ করতে পারবো।

/এনকে

Exit mobile version