Site icon Jamuna Television

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে পাইনাদি এলাকায় রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। নিহত সবজি বিক্রেতার নাম আক্কাস আলী।

জানা যায়, নিহত আক্কাস ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও সবজি ক্রয়ের উদ্দেশে বের হলে ভোর ৫টার দিকে একদল ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। ধস্তাধস্তির একপর্যায়ে আক্কাসকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে খানপুর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Exit mobile version