Site icon Jamuna Television

এশিয়ান গেমসে আত্মঘাতী গোলে হার দিয়ে বাংলাদেশের শুরু

এশিয়ান গেমসে পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। চীনের হাংজুতে মুরাদ হাসানের আত্মঘাতী গোলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিয়াওশান স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। কিন্তু দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। বাংলাদেশ দলের মুরাদ হোসেন ম্যাচের ৬৭ মিনিটে আত্মঘাতী গোলটি করেন।

আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২৪ সেপ্টেম্বর লড়বে স্বাগতিক চীনের বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিংয়ে চীনের অবস্থান ৮০, আর ভারতের অবস্থান ৯৯ নম্বরে। অন্যদিকে ১৮৯ নম্বরে রয়েছে বাংলাদেশ।

/এনকে/এমএন

Exit mobile version