Site icon Jamuna Television

আমদানির অনুমতিতেও ডিমের দাম কমেনি

ফাইল ছবি

আমদানির অনুমতি দেয়ার পরেও ডিমের বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। রাজধানীর বাজারগুলোতে সরকারের বেঁধে দেয়া দামে ডিম মিলছে না। প্রতি হালি ডিমের জন্য কমপক্ষে ৪ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের।

বাজার নিয়ন্ত্রণে গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ডিম আমদানি করার প্রস্তুতি নিয়েছে মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠান এক কোটি করে মোট ৪ কোটি পিস ডিম আমদানি করবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। এজন্য ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে।

/এমএন

Exit mobile version