Site icon Jamuna Television

১৫ বছর ধরে মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে সরকার: ফখরুল

গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দল সরকারের পতন ঘটিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে। চলমান আন্দোনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন সুনিশ্চিত।

বিএনপি মহাসচিব বলেন, এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশের অস্তিত্বের জন্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

/এমএন

Exit mobile version