Site icon Jamuna Television

পকেটে মিললো গুলি, শয়নকক্ষে ওয়ান শুটারগান; নোয়াখালীতে গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ওয়ান শুটারগান-গুলিসহ তিন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ও হাজীপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, শহিদ উল্ল্যাহ ওরফে শহিদ (৩২), খোরশেদ আলম ওরফে মোরশেদ (২৫) এবং আশিকুর রহমান (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নরি সিএনজি রশিদ মিয়ার বাড়ির সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। সেখানে শহিদ নামে এক সন্ত্রাসীর দেহ তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে গুলি পায় পুলিশ। তার দেয়া তথ্যমতে অপর দুই আসামিকে আটক করা হয়। আশিকের শয়নকক্ষ থেকে একটি ওয়ান শুটারগান ও রাউন্ড গুলি জব্দ করা হয়।

এসপি মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র রেখেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এএম

Exit mobile version