Site icon Jamuna Television

মাদাম তুসো জাদুঘরে বসছে আল্লু অর্জুনের ভাস্কর্য

ছবি: ফেসবুক পেইজ।

দারুণ সময় পার করছেন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। নানা অর্জনের পর এবার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিখ্যাত মাদাম তুসোর জাদুঘরে বসতে যাচ্ছে তার ভাস্কর্য। খবর পিঙ্কভিলার।

ছবি: মাদাম তুসো জাদুঘর (সংগৃহীত)।

যুক্তরাজ্যের এই মোমের জাদুঘরে বিভিন্ন কিংবদন্তিদের ভাস্কর্য রাখা হয়েছে। লিওনার্দো ডি ক্যাপ্রিও, রবার্ট প্যাটিনসন, শাহরুখ খান, ঋত্বিক রোশন কিংবা মাধুরী দীক্ষিতদের দেখা মিলবে সেখানে। শার্লক হোমস কিংবা স্পাইডারম্যানকে খুঁজে পাওয়াও অসম্ভব কিছু না। আছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কিংবা বিশ্বসেরা ফুটবলারদের একজন এলএম টেনও। এত নক্ষত্রের সারিতে এবার যুক্ত হচ্ছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। দক্ষিণ ভারতের তৃতীয় তারকা হিসেবে এই বিরল সম্মান পাচ্ছেন আল্লু। এর আগে প্রভাস ও মহেশ বাবুর মূর্তি তৈরি করা হয়েছে এই জাদুঘরে।


সম্প্রতি প্রথম তেলেগু অভিনেতা হিসাবে ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। গুঞ্জন রয়েছে, আগামী দু’দিনের মধ্যেই লন্ডনের ওয়্যাক্স মিউজিয়ামের উদ্দেশে পাড়ি দেবেন আল্লু। সেখানে তার শরীরের মাপ নেয়া হবে। আগামী বছর উন্মোচন করা হবে ভাস্কর্যটি।

/এআই

Exit mobile version