Site icon Jamuna Television

ব্যক্তিগত ট্রেনে পিয়ংইয়ং ফিরলেন কিম জং উন

ছবি: সংগৃহীত।

বহুল আলোচিত রাশিয়া সফর শেষে পিয়ংইয়ংয়ে ফিরলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ব্যক্তিগত ট্রেনে রাজধানীতে পৌঁছান তিনি। খবর রয়টার্স।

ট্রেন থেকে নামার পর পরই গার্ড অব অনার প্রদান করা হয় কিমকে। স্বাগত জানান ক্ষমতাসীন দলের কর্মকর্তারা। বুধবার (২০ সেপ্টেম্বর) তার ফেরার ছবি প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

কিমকে অভ্যর্থনা জানাতে পিয়ংইয়ং স্টেশনে ছিল মানুষের ভিড়। সেই সাথে উপস্থিত ছিল শিশুরাও। এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালেই রাশিয়া সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে কিম এর ট্রেন। উত্তর কোরীয় নেতার বিরল এ বিদেশ সফর নজর কাড়ে আন্তর্জাতিক মহলের। অস্ত্র ও প্রযুক্তি আদানপ্রদান চুক্তির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানায় পশ্চিমারা।

এছাড়াও সফরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ফাইটার জেট কারখানা, অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেন কিম। দু’দেশের সম্পর্ক জোরদারে সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেয় পিয়ংইয়ং।

/এআই

Exit mobile version