Site icon Jamuna Television

ক্রোয়েশিয়ার জালে স্পেনের গোল উৎসব

নেশনস লিগে বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার জালে গোল উৎসব করেছে স্পেন। রামোস-ইসকোদের কল্যাণে ৬-০ গোলের জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে, রোমেলু লুকাকুর জোড়া গোলে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম।

লিগ ‘এ’র ৪ নম্বর গ্রুপে ক্রোয়েশিয়াকে আতিথ্য দেয় লুইস এনরিকের স্পেন। ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সল নিগুয়েজ। দশ মিনিটের ব্যবধানে আসেনসিওর কল্যাণে ২-০’র লিড নেয় রামোসরা।

ক্রোয়েশিয়া গোলরক্ষক লোভরে কালিনিচের আত্মঘাতী গোলে ৩-০’র লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো গোলের দেখা পেলে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জায় ডোবে ক্রোয়েশিয়া।

এদিকে লিগ ‘এ’র ২ নম্বর গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে আতিথ্য দেয় আইসল্যান্ড। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামকে লিড এনে দেন এডেন হ্যাজার্ড। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রোমেলু লুকাকু।

ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন লুকাকু। শনিবার স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারানোর পর এদিন ৩-০ গোলের জয় তুলে নেয় বেলজিয়াম।

Exit mobile version