Site icon Jamuna Television

এক হাজার কোটির মাইলফলক স্পর্শ করলো পদ্মা সেতুর টোল

পদ্মা সেতুর টোল প্লাজা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

টোল আদায়ে এবার নতুন মাইলফলক স্পর্শ করলো পদ্মা সেতু। যানবাহন চলাচল শুরুর ১ বছর ২মাস ২৫দিনের মাথায় সেতুটির আদায়কৃত টোল এক হাজার কোটি টাকা টাকা ছাড়িয়েছে।

বুধবার দুপুরে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চালুর দিন থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত মাওয়া ও জাজিরা দুই টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি যানবাহন। এতে এখন পর্যন্ত ক্রেডিট ও ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) সহ মোট টোল আদায় হয়েছে ১ হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা।

প্রসঙ্গত, গত বছর ২৫ জুন ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন প্রধানমন্ত্রী নিজে মাওয়া প্রান্তে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে ওঠেন। পরদিন সকাল থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

Exit mobile version