Site icon Jamuna Television

পুতিনের কাছ থেকে যে সকল উপহার পেলেন কিম

ছবি: সংগৃহীত।

বহুল আলোচিত রাশিয়া সফর শেষে পিয়ংইয়ংয়ে ফিরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ব্যক্তিগত ট্রেনে রাজধানীতে পৌঁছান তিনি। সাথে নিয়ে যান রাশিয়ার কাছ থেকে পাওয়া উপহার সামগ্রী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশান মিত্রদের কাছ থেকে কিমের পাওয়া এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পশমী টুপি, একটি তলোয়ার, রাইফেল, লাইটওয়েট বডি আর্মার এবং সামরিক ড্রোন। তবে এই ধরনের উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন।

কিম যে উপহার সামগ্রী রাশিয়ার পক্ষ থেকে পেয়েছেন, সেগুলোকে পিয়ংইয়ংয়ের ফ্রেন্ডশিপ জাদুঘরে রাখা হয়েছে। কিমের পূর্বসূরি তিন প্রজন্মের নেতাদের প্রাপ্ত উপহারসামগ্রীও রক্ষিত আছে এই জাদুঘরে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিমের সাথে বৈঠকের পর তাকে রাশিয়ায় তৈরি একটি সর্বোত্তম মানের রাইফেল উপহার দেন প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও মহাকাশচারীর গ্লাভসও উপহার হিসেবে দেয়া হয়েছে কিমকে।

অবশ্য, পুতিনের জন্যও উপহার সাথে করে নিয়ে গিয়েছিলেন কিম। উত্তর কোরিয়ার কারিগরদের দ্বারা তৈরি একটি রাইফেল পুতিনকে উপহার দেন তিনি।

/এআই

Exit mobile version