Site icon Jamuna Television

১০১ টাকা দেনমোহরে রাজকে বিয়ে করেছিলেন পরীমণি

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। দুই পক্ষের কেউ দেনমোহরের চাপে থাকতে চায়নি বলেই এমন একটি প্রতীকী অঙ্ক নির্ধারণ করেছিলেন তারা। এর আগে, এক নির্মাতার সাথে ৩ টাকা দেনমোহরে বিয়ের কথা জানিয়েছিলেন এই আলোচিত নায়িকা।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল রাজ-পরীর সংসার ভেঙে যাওয়ার। বুধবার (২০ সেপ্টেম্বর) খবর আসে গুঞ্জনই সত্য হলো, ভেঙে গেছে পরীমণি ও শরীফুল রাজের সংসার। রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি।

দেড় বছরের সংসার জীবনে একটি সন্তানও আছে এই দম্পতির। রয়েছে নানান ঘটনা। সেইসব ঘটনার জেরে বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। স্বামী রাজের প্রতি বহুবার সন্দেহের তীর ছুড়েছেন পরী। তার এই সন্দেহে কখনও নাম আসে সুনেরাহ বিনতে কামাল, আবার কখনও বিদ্যা সিনহা মিমের। আর এসব নিয়ে জলঘোলাও কম হয়নি।

শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায় পরী-রাজের সম্পর্ক। এতোসব কিছুর মধ্যে পরীমণির জন্য আশীর্বাদস্বরূপ তার সন্তান। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন পরীমণি। তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।

/এআই/এমএন

Exit mobile version