Site icon Jamuna Television

এনআইডি সার্ভার বন্ধের আগে ঘোষণা দেয়া জরুরি নয়: ইসি সচিব

ইসি সচিব জাহাংগীর আলম। ফাইল ছবি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধের আগে ঘোষণা দেয়া জরুরি নয় বলে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। বললেন, প্রযুক্তি ব্যবহারে এমন হতেই পারে। ডেটাবেইজ থাকলে সবসময় সাইবার হামলার ঝুঁকি থাকে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত সোমবার বিকেলের পর পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় এনআইডি সার্ভার। ভোগান্তিতে পড়ে পুরো দেশের মানুষ।

জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের সবাইকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। এরইমধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। যা চলবে নভেম্বর পর্যন্ত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানান ইসি সচিব। এছাড়া আরও জানিয়েছেন, নতুন আইন পাশ হলেও এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর হতে কিছু সময় লাগবে। এর আগে জনবল নিয়োগসহ বেশ কিছু কার্যক্রম রয়েছে।

/এমএন

Exit mobile version