Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের চালকসহ স্থানীয় এক যাত্রীও নিহত হয়েছেন।

জানা যায়, বাসটি মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাংলাদেশি কামাল হোসেনসহ তিনজন মারা যান। আহত হন আরও সাতজন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কুয়ালা লিপিস ও গুয়ামুসাং হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, বাসটিতে ১৮ জন যাত্রী ছিল। সড়ক পরিবহন আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

/এনকে

Exit mobile version