Site icon Jamuna Television

চট্টগ্রামে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার ভোররাতে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে অপর একটি ভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মো. কবিরসহ দুইজন নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছে গৌতম দাস নামের এক হেলপার। তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

Exit mobile version