Site icon Jamuna Television

২০ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

গ্রেফতারকৃত আসামি শামীম খাঁ।

নারায়ণগঞ্জর রূপগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম খাঁকে ২০ বছর পর গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃত শামীম খাঁ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার আয়েত আলীর ছেলে। এতোদিন পলাতক ছিলেন তিনি।

র‍্যাব জানায়, ২০০৩ সালে রূপগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের মামলায় নারায়ণগঞ্জ আদালত শামীম খাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বুধবার র‍্যাবের একটি দল গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামীমকে রাতেই রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/এএম

Exit mobile version