Site icon Jamuna Television

৭ গোলের ম্যাচে বায়ার্নের জয়, ওনানার ভুলে পা হড়কালো ইউনাইটেড

গোলের পর হ্যারি কেইনের উদযাপন। ছবি: টুইটার

বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যানইউ কিপার ওনানার ভুলে হার মানতে হলো ইউনাইটেডকে।

‘এ’ গ্রুপের মহারণে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যানইউর বিপক্ষে শুরু থেকেই আগ্রাসি ছিল বায়ার্ন মিউনিখ। ২৮ মিনিটে ম্যানইউ কিপার ওনানার ভুলে লিড নেয় স্বাগতিকরা। লেরয় সানের সোজা শট হাত ফসকে বেরিয়ে যায় ওনানার। ৩২ মিনিটে মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নকে দ্বিতীয় গোল এনে দেন সার্জ গ্যানাব্রি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় টেন হাগের দল। নতুন রিক্রুট রাসমুস হয়লুন্ড নাম তোলেন স্কোরশিটে। এর পরপরই পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে দলের তৃতীয় গোল করেন হ্যারি কেইন। ৮৮ মিনিটে ক্যাসেমিরোর গোলে লড়াই চালিয়ে যাবার রশদ পায় ম্যানইউ। কিন্তু ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে টেলের গোলে ৪-২’এর লিড নেয় বাভারিয়ানরা। তিন মিনিট পর ক্যাসেমিরো নিজের দ্বিতীয় গোল করলেও ৪-৩’এর হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।

এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ইউনাইটেডের ইতিহাসে বিরল। ১৯৭৮ সালের পর এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলো ইংলিশ ক্লাবটি।

/এএম

Exit mobile version