Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: পিটার হাস

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে কথা বলছেন পিটার হাস।

যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সূচী বাস্তবায়নই দেশটির লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এমনটাই জানান তিনি।

এ সময় পিটার হাস আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমস্যা সমাধানে কাজ করছে জানিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানান মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায় রাখতে তরুণদের প্রতি আহ্বানও জানান তিনি।

/এমএন

Exit mobile version