Site icon Jamuna Television

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২১) সেপ্টেম্বর দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

এরপর খেলা শুরু হয়ে চলে ৪ ওভার ৩ বল পর্যন্ত। কিন্তু এরমধ্যে বৃষ্টি হানা দিলে বন্ধ হয়ে পড়ে ম্যাচ। এর আগে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ৯ রান সংগ্রহ করেছে ।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

/এনকে/এমএন

Exit mobile version