Site icon Jamuna Television

কানাডার নাগরিকদের জন্য ভিসা স্থগিত করলো ভারত

শিখ নেতা হত্যার ঘটনায় ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে এবার কানাডার নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করেছে ভারত। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তাতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত কানাডিয়ানদের জন্য ভারতের ভিসা পরিষেবা বন্ধ থাকবে। খবর বিবিসির।

প্রসঙ্গত, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। এই হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও তার এই অভিযোগ সরাসরি প্রত্যাখান করেছে ভারত সরকার।

এ নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। এরমধ্যে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করে অটোয়া। প্রতিবাদে কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টা কানাডার একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে ভারত। একই সঙ্গে তাকে পাঁচদিনের মধ্যে ভারত ছাড়ার সময় বেঁধে দেয় সরকার। আর এবার ভিসা পরিষেবা স্থগিতের ঘোষণা দিলো ভারত।

/এনকে/এমএন

Exit mobile version