Site icon Jamuna Television

মোস্তাফিজ-নাসুমে ম্যাচের নিয়ন্ত্রণে টাইগাররা; বৃষ্টিতে ফের বন্ধ খেলা

ছবি: সংগৃহীত

শুরুর ধাক্কা সামলে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড। চোখ রাঙাচ্ছিল বড় সংগ্রহের। তবে মোস্তাফিজ-নাসুমে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে টাইগাররা। নাসুমের একই ওভারে জোড়া আঘাতে খেই হারিয়েছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখার সময় ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করেছে ১৩০ রান। ক্রিজে এসেছেন নতুন দুই ব্যাটার টম ব্লান্ডেল ও ম্যাককনচি। এরপরেই শুরু হয় বেরসিক বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ আছে।

এর আগে উইল ইয়ং ও হেনরি নিকোলস জুটিতে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিলো কিউইরা। ১১৭ বলে ৯৭ রান সংগ্রহ করে এই জুটি। এরপর ব্যক্তিগত ৪৪ রানে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নিকোলস।

অন্যদিকে স্বাচ্ছন্দ্যে খেলছিলেন ইয়াং। অর্ধশতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫৮ রানে নাসুমের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন তিনি। আর রানের খাতা খোলার আগেই নাসুমের বলে এলবিডব্লিউয়ের শিকার হন রাচিন রবিন্দ্র।

এর আগে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে।

বৃষ্টির পর ব্যাটে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।

নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

/এনকে/আরআইএম

Exit mobile version