Site icon Jamuna Television

অক্টোবরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দল

বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাসের মূখপাত্র ব্রায়ান শিলার এ তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাসের মূখপাত্র জানান, আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে। সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক অধিকারকর্মী, নারী ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। তার ভিত্তিতে তৈরি প্রতিবেদন নিয়ে ওয়াশিংটনে আলোচনার পর জানানো হবে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান।

সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি পশ্চিমা দেশগুলো। সীমিত আকারে বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠিয়েছিল সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।

/এনকে/এটিএম

Exit mobile version