Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন অসম্ভব: মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: এপি

ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন অসম্ভব। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে রাখা ভাষণে আবারও একথা বললেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর আল জাজিরার।

তার অভিযোগ, ইসরায়েলের কারণেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আসছে না। ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, যখন ফিলিস্তিনিরা তাদের পূর্ণ অধিকার পাবে, জাতিসংঘ শান্তি তখনই সম্ভব। এটাই হতে পারে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের শেষ সুযোগ।

ভাষণে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যারা ভাবেন, ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার নিশ্চিত না করার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইছে, তারা এখনও ভ্রমে আছেন। ইসরায়েলের নীতিমালার কারণেই গোটা প্রক্রিয়ায় অচলাবস্থা।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আহ্বান করেন ৮৭ বছর বয়সী এ নেতা। এর ফলে যারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রণয়ন করতে চান, তারাও অংশ নিতে পারবেন বলে মত ব্যক্ত করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।

/এএম

Exit mobile version