Site icon Jamuna Television

পুত্র রাজ্যকে নিয়ে এখন এগিয়ে যেতে চান পরীমণি

ছেলে রাজ্যের সঙ্গে পরীমণি। ছবি: ফেসবুক

বেশ কিছুদিন ধরে রাজ-পরীর সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন ছিল। গুঞ্জন সত্যি করে অবশেষে ভেঙে গেছে পরীমণি ও শরীফুল রাজের সংসার। সোমবার (১৮ সেপ্টেম্বর) শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। তবে ছেলে রাজ্যকে নিজের কাছেই রাখবেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। পুত্র রাজ্যই এখন তার কাছে সব, রাজ্যকে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে চান পরীমণি। বর্তমানে তিনি যেভাবে তার ছেলের যাবতীয় ভরণপোষণ করছেন, ভবিষ্যতে তিনিই বহন করবেন বলে জানিয়েছেন।

ছবি: ফেসবুক

ভিডিওতে মা ছেলের কিছু ভালোবাসার মুহূর্ত দেখা যায়। আদরের সন্তান রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন পরী। সেইসঙ্গে সন্তানকে চুমু দিচ্ছেন, অবাক হয়ে রাজ্যকে দেখে মুচকি হাসছেন। ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন– যত বাধাই আসুক, নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।

/এআই /এএম

Exit mobile version