Site icon Jamuna Television

বাইডেনের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ, আরও অস্ত্র পাচ্ছে ইউক্রেন

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনকে আরও ১২ কোটি ৮০ লাখ ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাক্ষাতে এলো এই ঘোষণা। খবর রয়টার্সের।

যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে মুখোমুখি আলাপ হয় দুই নেতার। জো বাইডেন বলেন, কোনো দখলদার যেনো প্রতিবেশীর ভূখণ্ড ছিনিয়ে নিতে না পারে, সেটি নিশ্চিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। মার্কিনিরা কখনও সেই প্রতিশ্রুতি থেকে সরে যাবে না। বাইডেন আশ্বস্ত করেন, ইউক্রেনীয় অঞ্চল পুনরুদ্ধারে মিত্ররা প্রতিনিয়ত দেশটিকে নিরাপত্তা সহায়তা দিয়ে যাবে। শুধু তাই নয়, রাশিয়ার আগ্রাসনের আগ্রাসন শিকার লাখ লাখ অসহায় বেসামরিক মানুষকে দেয়া হবে মানবিক সহায়তা।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ তুলে বাইডেন বলেন, এটি স্রেফ অপরাধ। মার্কিন কংগ্রেস থেকেও মিলেছে আরও সহায়তার ইঙ্গিত।

/এএম

Exit mobile version