Site icon Jamuna Television

সাড়ে ১৩ হাজার কেজি মাদক ধ্বংস করলো পেরু

জব্দকৃত মাদক পুড়িয়ে দিচ্ছে পেরুর প্রশাসন। ছবি: রয়টার্স

জব্দকৃত সাড়ে ১৩ হাজার কেজি মাদক ধ্বংস করলো পেরুর প্রশাসন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী লিমায় বিশেষ ব্যবস্থাপনায় সম্পন্ন হয় বিশাল এ কর্মযজ্ঞ। খবর রয়টার্সের।

দেশটির চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালায় পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে চলতি বছর তৃতীয় দফায় পোড়ানো হলো নেশাদ্রব্য। কর্তৃপক্ষ জানায়, এদিন কোকেইন, গাঁজাসহ বিভিন্ন সময়ে আটক হওয়া নানা ধরনের ১৩ হাজার ৬০০ কেজি মাদক পুড়িয়ে ফেলা হয়। বিশেষ চুল্লিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয় সেগুলো।

চোরাকারকারীদের কাছে মাদক চোরাচালানের অন্যতম জনপ্রিয় রুট লাতিন দেশ পেরু। মাদক বিরোধী অভিযানে প্রায়ই আটক হয় বড় বড় চালান। চলতি বছর প্রায় ৫০ হাজার কেজি বিভিন্ন ড্রাগ জব্দ করেছে দেশটির প্রশাসন।

/এএম

Exit mobile version