Site icon Jamuna Television

আবারও সিসিইউতে খালেদা জিয়া

ফাইল ছবি।

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় বেলা ১২টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে, রোববার (১৭ সেপ্টেম্বর) রাতেও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে পরদিন সোমবার তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা সমস্যা রয়েছে। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

/এমএন

Exit mobile version