Site icon Jamuna Television

আকস্মিক সফরে কানাডায় জেলেনস্কি

ছবি: এপি থেকে নেয়া।

রাশিয়ার সাথে যুদ্ধ চলাকালীন সময়ে প্রথমবারের মতো কানাডা সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে কানাডার অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট। তার সফরসঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জেলেনস্কি এই সফরে কানাডার টরেন্টোয় বসবাসরত ইউক্রেনীয়দের সাথে সাক্ষাৎ করবেন। দেশটিতে থাকেন ১৪ লাখের কাছাকাছি ইউক্রেনীয়। যা দেশটির মোট জনসংখ্যার চার শতাংশ।

/এআই/এমএন

Exit mobile version