Site icon Jamuna Television

‘একপক্ষ সমালোচনা করলেও বিশ্ব বরেণ্য ব্যক্তিদের কাছে সম্মানিত হচ্ছেন প্রধানমন্ত্রী’

দেশের একপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করলেও আন্তর্জাতিকভাবে বিশ্ব বরেণ্য ব্যক্তিদের দ্বারা তিনি সম্মানিত হচ্ছেন, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শিশু-কিশোরদের সংগঠন চাঁদের হাটের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের প্রজন্মের অনুপ্রেরণা। ভবিষ্যতে দেশ পরিচালনার নেতৃত্বে আসবে এসব শিশু-কিশোর। অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা যেন ধারণ করে, সে শিক্ষা দিতে হবে এখন থেকেই।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলার বিকল্প নেই। কিন্তু খেলার মাঠের সংখ্যা ক্রমেই কমছে। শিশুদের ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত করার দায়িত্ব পরিবার-রাষ্ট্র, সবারই।

/এমএন

Exit mobile version