Site icon Jamuna Television

অফিসিয়াল স্টোরে আইফোন ১৫ ও ১৫ প্রো-ম্যাক্স বিক্রি শুরু

ছবি: রয়টার্সের।

বাজারে আসার ঘোষণা আগেই এসেছে আইফোন সিরিজের সবশেষ সংযোজন আইফোন ফিফটিন এবং ফিফটিন প্রো ম্যাক্সের। এবার অ্যাপলের অফিসিয়াল স্টোরগুলোয় শুরু হয়েছে বিক্রিও। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আইফোনের মডেল দুইটির বিক্রি শুরু হয়েছে। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসর।

ছবি: হিন্দুস্তান টাইমস।

বিক্রি শুরুর দিনই হ্যান্ডসেটটি কিনতে হুমড়ি খেয়ে পড়েন আইফোনপ্রেমীরা। এদিন দেশে-দেশে দোকানগুলোর সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়। ভারতের মুম্বাই ও দিল্লি স্টোরের সামনে ভোর থেকে জড়ো হন মানুষ।

এদিকে, চীনের বাজারে তুঙ্গে আইফোন ফিফটিন এবং ফিফটিন প্রো ম্যাক্সের চাহিদা। কিছু স্টোরে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় স্টক। আইফোন ফিফটিন ও ফিফটিন প্রো ম্যাক্সে প্রথমবারের মতো সংযুক্ত হয়েছে সি টাইপ চার্জার। ফিফটিন সিরিজের ফোনগুলোর দাম ৭৯৯ ডলার থেকে ১২শ’ ৯৯ ডলার পর্যন্ত।

/এআই/এমএন

Exit mobile version