Site icon Jamuna Television

বিপিএলের খসড়া তালিকায় নেই নাসির

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খসড়া তালিকায় জায়গা হয়নি ক্রিকেটার নাসির হোসেনের। আগামী ২৪ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তার আগেই আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) খসড়া তালিকা প্রকাশ করে বিসিবি।

প্লেয়ার্স ড্রাফটের আগে বিসিবির ঘোষিত এই তালিকায় ২০৩ জন দেশি ক্রিকেটারের মধ্যে নেই গত আসরে ঢাকার নেতৃত্ব দেয়া এই ক্রিকেটারের নাম। মূলত তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ থাকায় বাদ পড়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। যদিও আগামী দুই সপ্তাহের মধ্যে আইসিসির করা অভিযোগের জবাব দেয়ার সুযোগ পাচ্ছেন নাসির। গত ১৯ সেপ্টেম্বর এই ঘটনা প্রকাশ্যে এলে বিপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় তার। অবশেষে সেটিই সত্য হলো।

/এমএইচ/এমএন

Exit mobile version