Site icon Jamuna Television

কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি বাংলাদেশ দল। বিশ্রামে ছিল নিউজিল্যান্ড দলও।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়ে যায়। ওই ম্যাচে টাইগারদের একাদশে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা ফিরলেও ব্যাটিং করার সুযোগ পাননি কেউই। সেজন্য দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

/এনকে/এটিএম

Exit mobile version