Site icon Jamuna Television

তৃতীয় ম্যাচেও ছায়া হয়ে রইলেন নেইমার, জয়ও পায়নি দল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাভবাহোর দামেকের বিপক্ষে জয় পায়নি নেইমার জুনিয়রের দল আল হিলাল। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হয় ‍দুই দল। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আল হিলালের জার্সিতে নিজের তৃতীয় ম্যাচেও ছায়া হয়ে ছিলেন নেইমার। পাননি গোলের দেখা; সতীর্থদের করতে পারেননি সহায়তাও। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সৌদি ক্লাবটিকে।

প্রতিপক্ষের মাঠে ৯ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। সালাম আল দাওসারির বাড়িয়ে দেয়া বলে ঠান্ডা মাথায় দলকে ১-০ গোলের লিড এনে দেন হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণের ধার বাড়াতে থাকেন নেইমার-মিত্রোভিচ’রা। তবে কাজের কাজ হয়নি। উল্টো ৬৮ মিনিটে গোল আদায় করে সমতায় ফেরে নাভবাহোর। খেলার বাকি সময়ে আর কোনো দলই গোল করতে না পারায় এক পয়েন্ট সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

/এনকে/এটিএম

Exit mobile version