Site icon Jamuna Television

শিখ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় আগেই উদ্বেগ জানিয়েছিলেন বাইডেনসহ পশ্চিমা নেতারা

কানাডায় খালিস্তানপন্হী নেতা হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

আলজাজিরা জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য নেতারা এই ইস্যুতে উদ্বেগ জানিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এছাড়াও ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনের সাথে এই ইস্যুতে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে এই বিষয়গুলো প্রকাশ্যে আনা হয়নি।

গেল ১৮ জুন শিখ নেতা হারদিপ সিং হত্যাকাণ্ড ইস্যুতে সক্রিয় হয়ে ওঠে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা জোট ফাইভ আইজ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এই জোটের পক্ষ থেকে জি-২০ শীর্ষ সম্মেলনেও বিষয়টি উত্থাপন করা হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, অটোয়ার অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছে ওয়াশিংটন। এই ইস্যুতে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

এটিএম/

Exit mobile version