Site icon Jamuna Television

আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় আসে না: নানক

ছবি: অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগ জোর করে কিংবা বন্দুকের জোরে ক্ষমতায় আসে না। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। বিএনপি যদি সংঘাত সৃষ্টি করে, সংঘাতের দিকে এগিয়ে যায়, দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে, মানুষের স্বাভাবিক জীবনযাপন যদি অস্বাভাবিক করে তাহলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যার যেখানে যে শেড ছিল, সেই শেড করেই মার্কেট চালু করে দেয়ার আহ্বান জানান। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এটিএম/

Exit mobile version