Site icon Jamuna Television

বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়: অলি আহমেদ

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় বলে মন্তব্য করেছেন এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমেদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এলডিপি’র পদযাত্রায় একথা বলেন তিনি।

সরকারকে দ্রুত পদত্যাগ আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য সরকার বিরোধীদের ওপর হামলা-মামলা করছে। এ সময় খালেদা জিয়াসহ আটক বিরোধী দলীয় নেতাদের মুক্তি দাবি জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান, জানান অলি আহমেদ।

এটিএম/

Exit mobile version